বিএনপি করার অপরাধে শাসক দলের দুর্বৃত্তরা মশিয়ারকে খুন করেছে বলে অভিযোগ তার স্বজনদের। নিহত মশিয়ার রহমানের ভাতিজা রিপন শেখ ও ভাগ্নে নজরুল ইসলাম জানান, বিএনপি করার অপরাধে একই এলাকার সরকার দলীয় সন্ত্রাসী মামুন, পারভেজ, সম্রাট, সানি, ডাবলুসহ ১৫/২০জন নিহতের ভাতিজা রিপন শেখর উপর হামলা চালায়। রিপন বাড়ির ভিতরে ঢুকে গেলে সন্ত্রাসীরা রিপনের চাচা মশিয়ার রহমানের দোকানে হামলা করে৷ তিনি দৌড়ে আবদুল হামিদের বাড়িতে আশ্রয় নিলে, ধাওয়া করে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, মশিয়ার রহমানের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, একজনকে হত্যার খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা হত্যা করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূরুন্নবী বলেন, মশিয়ার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তিনি তাৎক্ষণিক ভাবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেননি।
Leave a Reply