কলাপাড়ায় বরিশাল শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম মাষ্টার কুপিয়ে পা কর্তনের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে,আহত শিক্ষককের ভাই জাহাঙ্গীর হোসেন শনিবার রাতে এ মামলা দায়ের করেন।
পুলিশ এ মামলায় পাঁচজনকে আটক করলেও চারজনকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেছে,গ্রেফতারকৃতরা হলেন সাঈদ, রহিম খোকন, তাইফুর ও জাহাঙ্গীর।
গত শনিবার (২৫ আগষ্ট) সকালে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ভগ্নিপতির বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় শাহ আলমের উপর।
পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসীরা তার শিশু পুত্রের সামনে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে বাম পায়ের গোড়ালীর ৯০ ভাগ কেটে ফেলে।
স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে,কিন্তু অবস্থার অবনতি ঘটলে বরিশালে প্রেরণ করা হয়,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
Excellent article. I absolutely appreciate this website.
Keep writing!