নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী। শনিবার বিকালে কেন্দুয়া পৌর শহরের চাউল মহালে মঞ্জুর কাদের কোরাইশীর অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা সার্জেন্ট (অব:) মতিউর রহমান, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, সাবেক পৌর কাউন্সিলর শামছু মিয়া, আব্দুল হক, রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ভূইয়া, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, সনজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন তালুকদার দোলনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মঞ্জুর কাদের কোরাইশী কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত এডভোকেট আব্দুর রহমান ভূইয়ার বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ও পরিবারের খোঁজ-খবর নেন এবং উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া বাজার ও রামপুর বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply