-
- সারাদেশ
- লালপুরে বাস-সিএনজি সংঘর্ষ; নিহত ১১
- প্রকাশের সময় : আগস্ট, ২৫, ২০১৮, ১১:০৯ পূর্বাহ্ণ
- 589 বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান নতুন বাজার এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫-৩০ জন।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন আহমেদ ১১জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, শনিবার (২৫শে আগষ্ট) বিকেল পৌনে ৪টায় উপজেলার কদিমচিলান নতুনবাজার এলাকায় চ্যালেঞ্জার পরিবহন নামের একটি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১১ জন মারা যায়। নিহতদের সকলেই সিএনজির যাত্রী। তাদের মধ্য ৩ জন মহিলা, ২ জন শিশু ও বাকীরা পুরুষ।
এদিকে আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply