ঠাকুরগাঁও প্রেসক্লাবেরর সাহিত্য ও প্রচার সম্পাদক শামসুজ্জুহার আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুৃষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট রোজ শুক্রবার সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরু চৌধুরি, জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, খোরশেদ আলম, প্রক্তন প্রধান শিক্ষক আব্দুল হক প্রমুখ। খেলায় রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি ও দীপ্ত মহিলা একাদশকে ৩- ০ গোলে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন ইকো পাঠশালার শিক্ষক ইকবাল মাহমুদ টিটু।
খেলা শেষে বিজয়ী দলসহ উভয় দলকে পুরস্কার দেওয়া হয়। খেলা চলাকালীন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঢল নামে।
Leave a Reply