ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। হোটেল আগাম বুকিং হয়ে আছে। কুয়াকাটা সৈকতের শুন্য পয়েন্টের দুই কিলোমিটার এলাকাজুড়ে পর্যটকে সয়লাব হয়ে গেছে। তাদের পদচারনায় কুয়াকাটা মুখরিত হয়ে আছে।
গুলশাল এবং শোলাকিয়া ট্রাজেডির ভয়কে জয় করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক কুয়াকাটায় এসেছে। পর্যটকের নিরাপত্তার জন্য ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে। ঈদের দিন বিকেল থেকেই পর্যটকের অনাগোনা বাড়তে থাকে।
পর্যটক-দর্শনার্থীরা ঘুরে দেখছেন কুয়াকাটা ও মিশ্রিপাড়ার বৃহৎ বৌদ্ধবিহার সহ বিভিন্ন ধরনের আকর্ষনীয় স্পট। বর্ষা মৌসুম হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক উত্তাল ঢেউয়ে সমুদ্র মেতে ওঠে। উত্তাল ঢেউয়ের সঙ্গে মাতামাতিতে ব্যস্ত সময় কাটে হাজারো নারী-পুরুষ-শিশু-কিশোর।
ঈদের লম্বা ছুটিতে কুয়াকাটা পর্যটকের পদভারে মুখরিত হয়ে আছে। শুধু কুয়াকাটা সৈকত নয় কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতুতের প্রতিদিন বিকেলে স্থানীয় পর্যটকের ঢল নেমেছে। সেতু তিনটিতে উৎসুক মানুষের ভিড় রয়েছে লক্ষনীয়।
After all, what a great site and informative posts, I will upload inbound link – bookmark this web site? Regards, Reader.