২১ আগস্ট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদু আযহা উদযাপন হয়েছে।
সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদু আযাহার নামাজ পরিচালনা করেন মাওলানা ইমান আলী।
প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উৎযাপন করে আসছেন ওই এলাকার শতাধিক মুসল্লি।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রাহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদে এসে ঈদের নামাজ আদায় করেছেন।
বগুড়াপাড়া গ্রামের রিপন আলী জানান, বাংলাদেশের নিয়মে ঈদ উৎসব পালন করলেও গ্রামবাসীর দেখাদেখি এ বছর তিনিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উৎযাপন করছেন।
ওই এলাকার আর এক মুসল্লি বলেন, সৌদি আরবের সাথে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার ব্যবধান। তাহলে আমরা কেন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদর্যাপন করবো না।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন,‘বংশানুক্রমে ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছেন। মঙ্গলবার সকাল নয়টায় স্থানীয় মুন্সি পাড়া জামে মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করে পশু কোরবানি দিচ্ছে।
Leave a Reply