-
- রাজনীতি, সারাদেশ
- বড়াইগ্রাম-গুরুদাসপুরে নির্বাচনী গণসংযোগ জাপার আলাউদ্দিন মৃধার
- প্রকাশের সময় : আগস্ট, ২০, ২০১৮, ৯:৫৭ পূর্বাহ্ণ
- 570 বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর দুই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন নাটোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা।
সোমবার (২০শে আগষ্ট) সকাল ১০টা থেকে একযোগে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকাসহ মহিষভাঙ্গা, নোটাবাড়িয়া, জোয়ারিয়া, আহম্মেদপুর, চৌদ্দমাথা ও গুরুদাসপুর উপজেলার শাহী বাজার, পুরুলিয়া, নাজিরপুর, মৌখাড়া বাজার গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে ছিলেন বড়াইগ্রাম উপজেলা জাপার সহ-সভাপতি ডাঃ কাইকোবাদ, সহ-সভাপতি আবু সাঈদ, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ, নগর ইউনিয়ন জাপার সেক্রেটারি আব্দুস সালাম, বড়াইগ্রাম পৌর জাপার সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুব-সংহতির সভাপতি আরিফুল ইসলাম প্রমূখসহ উপজেলা জাপার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, সামনে লাঙ্গলের সু’দিন আসছে, আপনাদের কাছে এসেছি পল্লীবন্ধু এরশাদের বার্তা নিয়ে। আপনারা প্রস্তুত থাকুন আগামি নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য। পল্লীবন্ধু এরশাদ ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবেনা, তাই লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে সরকার গঠনের সুযোগ দিন।
স্থানীয় জাতীয় পার্টি সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে বিকেল ৫টায় বনপাড়া পৌর মিশন মার্কেট এলাকায় একটি স্থানীয় জনসভায় ভাষণ দেবেন জাপার এমপি প্রার্থী অধ্যাপক আলাউদ্দিন মৃধা।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply