কলকাতা প্রতিনিধিঃ বৃহষ্পতিবার সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক মহলের নজর ছিলো পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফলাফলের দিকে। বৃহষ্পতিবার সকাল থরকেই কালিয়াগঞ্জ, করিমপুর, খরগপুর তিন টি বিধানসভার উপ-নির্বাচনের ভোট গননা শুরু হয়ে যায়। প্রথমে কোথাও সিপিআইএম এগিয়ে তো কোথাও বিজেপি। শেষে শেষ হাঁসি হাঁসলকালিয়াগঞ্জ কেন্দ্রে তৃনমূলের প্রার্থী তপন দেব সিং
২৩০৪ ভোটে জয় লাভ করেন। অন্য দুটি কেন্দ্রেও জয়লাভ করেছে তৃনমূলের প্রার্থীরা। বিজেপির পরাজয় ঘটেছে। বিজেপির তিন টি আসনের মধ্যে তিনটিতেই পরাজয় ঘটায় দলীয় কর্মীরা মুষরে পড়েছেন। যার চিত্রও ধরা পড়েছে দলের রাজ্য দফতরে। এ দিন রাজ্য দফতর একদম শুনশান ছিলো।
সকাল থেকেই তিন বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফলাফল জানার জন্য সব রাজনৈতিক নেতৃত্ব টিভি খুলে বসে পড়েন। পার্টি অফিসগুলোতেও টিভি চালিয়ে বসে ছিলেন নেতৃদ্ব। সকাল থেকে গননা কেন্দ্রেও ভীড় জমান রাজনৈতিক দলের কর্মীরা ভীড় জমান।
বেলা যত বেড়েছে ভোটের ফলাফল প্রকাশ্যে আসতে তৃনমূলের জয়ে খুশির হাওয়া রাজ্য জুড়েই। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃনমূলের কর্মী সমর্থকরা সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠেন। বোলপুর শহরের চৌরাস্তার বীরভূমের জেলা সভাপধিপতি বিকাশ রায়চৌধুরীকে মিষ্টি মুখ করান দলের কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃনমূলের উচ্ছাস দেখা যায়। বেড় হয় বিজয় মিছিলও।