কলকাতা প্রতিনিধিঃ সংবিধান কি ও কেন? সংবিধান মানুষের জন্য। ২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবস। আজকের দিনে জেলার বিভিন্ন প্রান্তে সংবিধান দিবস পালন করলো বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ।
স্বাধীনতার পর সংবিধান রচনা, সংবিধান কি ও কার জন্য, মানুষের সঙ্গে দেশের সংবিধানের কি সম্পর্ক, কি জন্য সংবিধান – এসব নানা বিষয় তুলে ধরে আলোচনা হয় বিভিন্ন স্কুল ও সাধারন গ্রামবাসীদের মধ্যে। আজ মঙ্গলবার পাঁড়ুই থানার ভোলাগড়িয়া আহমাদিয়া হাই মাদ্রাসায় সংবিধান দিবসে ভারতীর সংবিধান, বিচার ব্যবস্হা, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন প্যারা লিগ্যাল ভলেনটিয়ার মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে বিচারক দেবজৌতি মুখোপাধ্যায়ের নির্দেশে দিনটি পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা বেশ মনযোগ দিয়ে সব শোনেন। সাধারন মানুষ, শিশু, মহিলা যদি আইনী সংঘাতে আসে তাদের কাছ থেকে কি ভাবে সাহায্য পাবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়।