শনিবার(১৮ই আগষ্ট) বিকাল ৪ টায় বন্দরনগরী চট্রগ্রাম পতেঙ্গা মর্ডেল থানাধীন ৪০ নং ওয়ার্ড পৃর্বকাঠগড় বাজার সংলগ্ন । বিট পুলিশিং এর উঠান বৈঠক ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাসেম ভূইয়া অফিসার ইনর্চাজ পতেঙ্গা মর্ডেল থানা।
তিনি তার বক্তবে বলেন পুলিশ জনগনের বন্ধু তাই পুলিশকে সবসময় সাহাজ্য সহযোগীতা করবেন এবং কোন সময় কোন ধরনের যদি সহযোগীতার প্রয়োজন হয় সাথে সাথে থানায় আসবেন এবং কোন ধরনের মামলা বা জিডি করতে দরকার হয়, বা যদি কোন অফিসার বা ডিউটি অফিসার টাকা চায় সাথে সাথে আপনারা আমাকে জানাবেন, এবং মলম বাহিনির কাছ থেকে সবসময় দুরে থাকবেন এবং অন্যের দেওয়া কোন জিনিস খাবেন না এবং প্রতিটি বাসা বাড়ীতে আমরা অনেক আগে থেকেই পরিচয় পত্রের ফর্ম কপি দিয়েছি এবং আপনাদের বাসার ভারাকৃত বাসিন্দার অবশ্যই ফর্মটি কনর্ফম করে আপনারা থানায় পাঠাবেন যদি কোন ধরনের সমস্যা দেখা দিলে তাতক্ষনিক আমরা আইনগত ব্যবস্থা নিব।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জয়লাল আবেদীন ৪০ নং ওয়ার্ড কাউন্সিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জসিম উদ্দিন চৌধুরী সভাপতি বিট পুলিশিং পতেঙ্গা মর্ডেল থানা।
আরও উপস্থিত ছিলেন প্রমান্ত কুমার দাশ পি আই পতেঙ্গা। প্রনর প্রকাশ চৌধুরী সেকেন্ড অফিসার।এসআই আনোয়ার বিট পুলিশিং ইনর্চাজ ১২৯। এ,এসআই হারুন সহকারী ইনর্চাজ, এ,এসআই মোজাবফর এ,এস আই আবুল হোসেন।
জয়লাল আবেদীন ফয়েজ, সোহেল চৌধুরী, মাহাবুব আলম সুমন,ফারুক, নাছির,মো: শহিদুল হক। প্রমুখ।
Leave a Reply