শুক্রবার সদর উপজেলা যুবলীগ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক অশোক কুমার বোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে নৌকা মার্কাকে আবারো জয়যুক্ত করে প্রমাণ করতে হবে যশোরের মানুষ শেখ হাসিনাকে ভালবাসে। উন্নয়নের স্বার্থে যশোরবাসী সবাই এক। পাকিস্তানী প্রেত্মাদের যশোরবাসী আর দেখতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর কবীর বিজু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজাহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, শহরের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, কচুয়া ইউনিয়নের আহবায়ক ইশারত আলী, নরেন্দ্রপুরের ইউনিয়নের যুগ্ম-আহবায়ক রকিবুল ইসলাম প্রমুখ।
Leave a Reply