বাংলা সাহিত্যের অন্যতম কবি প্রয়াত শামসুর রাহমান স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবির ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে সাপ্তাহিক ১৬৭তম আসরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে চর্চা সাহিত্য আড্ডার কবি আশরাফ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ, ডিএসবি হাবিবুল্লাহ, সাংবাদিক হুমায়ূন কবীর, ব্যবসায়ী কামরুল ইসলাম, কবি মনিরুজ্জামান রাফি প্রমুখ।
আলোচনা শেষে শোকের মাস আগস্টকে শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন, গীতিকার ও কণ্ঠশিল্পী আশরাফুল আলম স্বদেশী এবং কবিতাপাঠ করেন, কবি বিপুল জামান লিখন।
Leave a Reply