গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শান্তি নিকেতন চিকিৎসালয়ে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, তারাপুর ইউনিয়নের বেকরীর চর গ্রামের সাজু মিয়ার শিশু ছেলে কবীর হোসেন (১১ মাস) গত কয়েক দিন থেকে জ্বর ও পেটের পিড়ায় অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলার মীরগঞ্জ বাজারস্থ শান্তি নিকেতন চিকিৎসালয়ে নিয়ে যায়।
শান্তি নিকেতনের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক শামছুল আলম তাকে চিকিৎসা দেয়। তার চিকিৎসা পাওয়া মাত্রই শিশু কবীর হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পরে। তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। চিকিৎসক পলাতক রয়েছে বলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হাসানের সাথে কথা হলে জানান, বাহিরের চিকিৎসকদের বিষয়ে আমার বলার কিছু নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সাথে কথা হলে তিনি জানান, শিশুর অভিভাবক আইনের আশ্রয় নিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।