মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি
মোঃআঃ লতিফ লাবন্য
বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান,
মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান |
আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা|
লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা|
ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ |
ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক |
মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর|
মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার|
মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি,
মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি