কুমারখালী কাপুড়িয়া হাটের হোসেন বস্ত্রালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ১৫ আগষ্ট গভীর রাতে আমজাদ হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হোসেন বস্ত্রালয়ে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র বস্ত্রালয়ের টিন ও ছানসেট কেটে দোকানের ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ ৬৫ হাজার টাকা,২৫ পিছ দামী লুঙ্গী ও কয়েক পিছ দামী শাড়ি নিয়ে যায়। দোকানের মালিকের সাথে কথা বলে জানা যায় পাহারাদাররা বর্তমানে পলাতক রয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Leave a Reply