মায়ের অনুতাপ
মোঃআবু তারেক
আমি যখন মায়ের কোলে আদরের সোনা মুনি।
বারান্দার এক কোনে বসে থাকিত আমার দাদি মুনি।
বাবার অবহেলা আর মায়ের বোকুনিতে কাটিয়ে দিত সারা দিন দুঃখ কষ্টের সাথে।
বারান্দা ছেড়ে জমিয়েছে পাড়ি না ফেরার দেশে আমার দাদি মুনি।
সেই বারান্দাটির এক কোনে বসে খোকার দাদি মুনি।
আমার কোলে আজ আদরের সোনা মনি।
বারান্দাতে বসে বলিতেছে মা ,তুমিও ছিলে খোকা আজ হয়েছ পিতা।
বলিতেছেন মা ভাবছি আমি ফেলে আসা দিন গুলি,
মাতা পিতার উপর কি অবিচারটাই না করেছিলাম আমি।
রক্তের তেজ আর টাকার অহংকারে মাতা পিতাকে যারা অবহেলা করে,
করিবে বিলাপ কাঁদিবে তখন হইবে যখন আমারি মতন।
prazosin 1 mg cost
furosemide 20 mg