বঙ্গন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,র্যালী, আলোচনাসভা সহ নানা আয়োজনে বাগেরহাটে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোক র্যাালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র্যালীতে জেলার জনপ্রতিনিধি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ৫ সহস্রাধিক লোক অংশগ্রহন করেন। এর আগে শহীদ মিনারে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পন করেন জেলার জনপ্রতিনিধি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সকলে।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি ডাঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেযারম্যান শেখ কামরুজ্জামান টুকু,বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতারন করাহয়।
বাগেরহাট।
Leave a Reply