১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহিপুর থানা আওতাধীন চরচাপলী ইসলামী মাধ্যমিক বিদ্যালয় এর উদ্যোগে শোক সভা ও র্যালী বের করে মহাসড়ক ঘুরে বিদ্যালয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
চরচাপলী ইসলামীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে,৯নং ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান জনাব আঃ জলিল আকন বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অন্ধকার কাল রাত্রে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা বাংলার জমিনে তাদের বিচার করবেন,বহির্বিশ্বে যারা আছেন তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন,সেচ্ছাসেবকলীগ মহিপু থানা সভাপতি জনাব হারুন তাং, জাতীয় শ্রমিকলীগ ৯নং ধুলাসার ইউনিয়ন সাবেক সভাপতি জনাব মসিউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং ধুলাসার ইউনিয়ন দফতর সম্পাদক জনাব মহিউদ্দীন খোকন,বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং ধুলাসার ইউনিয়ন সংগঠনিক সম্পাদক কিরুল ইসলাম,৯নং ধুলাসার ইউনিয়ন সদস্য রফিকুল ইসলাম,বাংলাদেশ যুবলীগ মহিপুর থানা যুবলীগ সদস্য ফিরুজ আলমসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
slots pokies
play real money games online
live online craps casino