রূপসায় ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে মোংলা পশ্চিম জোন কোস্টগার্ড । যার আনুমানিক বাজার দও প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।১৪ আগস্ট) মঙ্গলবার (ভোরে রূপসা উপজেলার অন্তর্গত খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খান জাহান আলী ব্রিজ থেকে ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করা হয়।রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা সরকার জুলফকর আলীর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি পোনা গুলো রূপসা নদীতে অবমুক্ত করা হয়।##
জাতীয় শোক দিবস উপলক্ষে বুদ্ধি
প্রতিবন্ধী স্কুলে দোয়া মাহফিল
মোঃ শহিদুল ইসলাম,বাগেরহাট
জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের দক্ষিন জেলখানা সড়কে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা, এমপি।বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক বেবী মোরশেদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আলী আকবর টুটুল, আকমল উদ্দিন সাখি, আওয়ামী লীগ নেতা আবু হেনা মোহাম্মাদ নেয়ামুল বারি, মোঃ আরজু, শেখর ব্যানার্জী, শিক্ষক হিমাংশু পাল, দিপান্বিতা পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করেন মিঠাপুকুর পাড় মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোঃ আনিসুর রহমান।
Leave a Reply