গাইবান্ধা ৪ আসন জাতীয় সংসদ সদস্য গোবিন্দগন্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি
জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে জীবন
বাজী রেখে দুর্বার গতিতে উন্নয়ন কাজ করে
যাচ্ছে। তিনি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার ভোট দেয়ার আহবান জানান।তিনি আজ সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সিন্টাজুড়ি ও মহুলিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাপমারা ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল কাদের প্রধান,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মিন্টু,শ্রমিক নেতা হাজী মাহাতাব উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিকুল বাসার নয়নসহ এ অনুষ্ঠানে অাদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর পরে প্রধান অতিথি আদিবাসীদের মাঝে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরন করেন।
Leave a Reply