কুক্ষ্যাত কুলাঙ্গার
আইনুননাহার মজুমদার লুবনা
আমি কলম ধরেছি কুখ্যাত সমাজের বিরুদ্ধে
প্রতিজ্ঞা ও প্রতিবাদী জীবন গড়বো বলে,
ঝাপিয়ে পড়বো আমি চরিত্র হীন লম্পট ও সমাজে-রাষ্ট্রে কুলাঙ্গার দের উপর
অসম্ভব-অস্বাভাবিকতাকে বজ্রকাঠিন্যে মোকাবেলা করবো।
সন্ত্রাস,চাঁদাবাজ,ইভটিজিং,খুনীএদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বো
সমাজ,প্রশাসনের বিশ্রিঙ্খলা বিতাড়িত করাই হয়ে উঠুক শপথ,
মাদকদ্রব্য,কালোবাজারী,চোরাচালানী,নারীর ধর্ষন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা আনার জন্য মরুক কেটে যাক জীবন
শ্রমজীবী মানুষ, দিনমজুর কর্মী দের খেটেখাওয়া মানুষের জন্য ন্যায্য অধিকারের আইন গড়ুক।
প্রতাড়ক,মিথ্যা প্রলোভনকারী, দূর্নীতি কারীদের সর্বোস্য উড়িয়ে দেব
বিশ্বের দরবারে সন্ত্রাসী হামলা কারীদের একনিষ্ঠ ভাবে নিধন করতে হবে।
কলম নিয়ে যুদ্ধ কর
আন্দোলন আর প্রতিরোধ গড়
শিক্ষা ব্যাবস্থাকে ব্যাবসা ও জিম্মি করে অধ্যায়ন চলছে।