ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ভারত, চীনসহ বিশ্বের দেশে দেশে মুসলমান উৎখাতের চক্রান্ত চলছে। খোদ ভারতেই ৪০ লাখ মুসলমানকে দেশত্যাগের জন্য নানাভাবে তাদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে গো রক্ষার নামে মুসলমানদের পিটিয়ে হত্যা করছে। ভারতের আসামে ৪০ লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। অপরদিকে চীনে ১০ লাখ মুসলমানকে দেশত্যাগের জন্য নানাভাবে তাদের ওপর নির্যাতনের স্টীমরোলার চলছে। বিশ্বের বিভিন্ন দেশে একমাত্র মুসলমান হওয়ার অপরাধে তাদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। বিশ্বের দেশে দেশে এই মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কোন শব্দ করছে না। তাই মুসলিম বিশ্বকেই দেশে দেশে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠতে হবে এবং সম্মিলিতভাবে ইসলাম ও মুসলিম বিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে নতুন করে যে সঙ্কট দেখা দিয়েছে, মুসলমানদের কাছে কেউ বাড়ী ভাড়া দিচ্ছে না। এধরণের মানবতাবিরোধী কর্মকান্ড বিশ্বকে রুখে দাড়াতে হবে। মানুষ বিভিন্ন কারণে বিদেশে যায়, চিকিৎসার জন্য, লেখাপড়ার জন্য। এধরণের মানবতাবিরোধী অপরাধ বন্ধ না করলে নতুন সঙ্কট সৃষ্টি করে সম্প্রীতি বিনষ্ট করবে।
পীর সাহেব চরমোনাই বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও তাদের কাছে ইসলামধর্ম নিরাপদ নয়। কেবলমাত্র ইসলামধর্মের অনুসারীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে ভারত। বিশেষ করে মোদি সরকার আসার পর ভারতে মুসলিম নিধন চলছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে। তাহলে কোথায় ভারতের ধর্মনিরপেক্ষতা?
After research a couple of of the blog posts in your website now, and I really like your means of blogging. I bookmarked it to my bookmark web site record and might be checking again soon. Pls try my website as effectively and let me know what you think.