নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজারে শনিবার (১১ ই আগস্ট) বিকেলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এতে একটি ভ্যরাইটিজ স্টোর সম্পূর্ন পুড়ে ধংসস্তুপে পরিণত হয়েছে। নগদ ১ লাখ টাকাসহ দোকানের সমস্ত মালামাল ভষ্মিভূত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসা প্রতিষ্টানের মালিক আবু হায়দার। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন। আবু হায়দার জানান দোকানের ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই পুরো প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ ১ লাখ টাকাসহ কয়েকলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,বাজার কমিটির সভাপতি আবুল কাশেম ভূঞা সহ ,অনেকেই ছুটে গেছেন,এতে ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply