যশোরের খয়েরতলা নুরপুর এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় সূত্রে জানা গেছে তিনি যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের বাবুর ছেলে দাইনুল ইসলাম। তিনি একতা হসপিটাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় তিনি আনুমানিক ৬মাস পূর্বে যশোরের কোতোয়ালী থানাধীন খয়েরতলা নুরপুর এলাকার দবির হুজুরের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শনিবার রুমের পাশের রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা পচা গন্ধ পেলে এবং পাশের বাসার লোকজন বাড়িওয়ালাকে জানালে তারা ঘরের ভিতর ফ্লোরে পড়ে থাকা কম্বলে জড়ানো অর্ধগলিত লাশ দেখতে পান। এ বিষয়ে বাড়ির মালিক দৈনিক প্রতিদিনের বাংলাদেশকে জানান আমি অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবি ৬মাস পূর্বে ছেলেটি আমার কাছ থেকে ঘরভাড়া নিয়েছিল আজ দুপুরের দিকে পাশের বাড়ির লোকজন পচা গন্ধের কথা জানালে ঘরের দরজা দিয়ে প্রবেশ করে লাশ দেখতে পাই পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী থানার এসআই শাহজাল জানান ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পৌছায় এবং কম্বলে পেচানো লাশ উদ্ধার করি লাশের ধরন দেখে মনে হচ্ছে তাকে ২দিন পূর্বে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে সুরতাহাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো যাচ্ছে না।
Leave a Reply