উপকূলীয় পর্যটন এলাকা পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত ভেঙে দিনদিন সংকীর্ণ হয়ে আসলেও ভাঙনরোধে নেই কোনো পদক্ষেপ। তাই উপায়ান্তু না পেয়ে স্থানীয় সানরাইজ হোটেল ও শুটকি ব্যবসায়ীদের উদ্যোগে সমুদ্র ভাঙনরোধে কাজ চলছে।
এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বলেন, দিনদিন বিলিন হচ্ছে আমাদের প্রাণের কুয়াকাটা। কিন্তু সরকারের কোনো নজর নেই। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কুয়াকাটার সর্বস্তরের মানুষ এবং অনেকদিন ধরে মানববন্ধন চলছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে। অথচ কোনো লাভ হচ্ছে না।
এ প্রসঙ্গে কুয়াকাটা পৌর মেয়র জনাব আঃ বারেক মোল্লার কাছে গেলে তিনি বলেন, আমি সমুদ্র ভাঙ্গনরোধের কথা অনেক বার জানিয়েছি উপরস্থ কর্মকর্তাদের কাছে। কিন্তু কোন আশার বাণী পাচ্ছি না।
কুয়াকাটা সানরাইজ হোটেল ও শুটকি মার্কেট ব্যবসায়ী সূত্রে জানা যায়, কুয়াকাটা সমূদ্র সৈকত ভাঙনরোধে নিজেদের উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন সাধ্যমত। তারাও অতিসত্বর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
It is appropriate time to make a few plans for the longer term and it is time to be happy.
I have learn this put up and if I may I desire to counsel you some attention-grabbing issues
or tips. Maybe you could write next articles referring to this article.
I want to read more issues approximately it!