ময়মনসিংহের গফরগাঁওয়ে নিউ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার সকাল দশটায় পৌর শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ নাসির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনজুর মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের একান্ত সরকারি তাজমুন আহমেদ,পৌর কাউন্সিলর লাল চাঁন মিয়া প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এসময় উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের উৎসাহ প্রদান করেন।