গফরগাঁও উপজেলা প্রকৌশলী একটি রাস্তা নির্মানের চুক্তি বাতিল করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ঘটনায় গুরুতর আহত প্রকৌশলীকে ঢাকার লায়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা যায়, গফরগাঁও উপজেলা নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি-নামা লংগাইর সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ চুক্তি বাতিল করায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর ষ্টেশনে ট্রেন থেকে নামার পরপরই ঠিকাদার জামানের একদল ভাড়াটিয়া সন্ত্রাসী উপজেলা প্রকৌশলীর উপর হামলা করে। উপস্থিত যাত্রীরা তাকে উদ্ধার করে ঢাকার সরওর্য়াদি হাসপাতালে ভর্তি করে ।পরে তাকে ঢাকার লায়ন হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, জামান ঠিকাদারের চুক্তি বাতিল করায় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল।