‘প্রগতিকে দাও গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ ময়মনসিংহের গফরগাঁওয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে রেলি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান।পরে আমন্ত্রিত অতিথীরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন।