বৃহস্পতিবার (০৯ আগষ্ট) রাত ৯ টায় লালমনিরহাট শহরের অাল-নাহিয়ান শিশু পরিবার (বিডিঅার ক্যান্টিন মোড়) এর সামনে এক মর্মান্তিক সড়ক দুঃঘটনায় ৩ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সুএে যানাযায় যে পাটগ্রাম থেকে অাসা দ্রুত গামি একটি ট্রাক অটো রিস্কায় পিছনে ধাক্কা দিলে রিস্কা চালক সহ ২ অারোহির মৃত্যু হয়, দুঃঘটনায় কবলিত ৩ অারোহির মুখ মন্ডল থেতলে যায়, অারোহি দুজনেই সদর উপজেলা সাব রেজিষ্টি অফিসে কর্মরত।
এদের একজনের নাম মোতালেব হোসেন (৪৫)তিনি অফিস সহকারী ও জাহাঙ্গীর অালম (৪০) মোহরার পদে কর্মরত, অপর জন রিস্কা চালক দুলাল হোসেন(৩৫) তাহার বাড়ী শহরের জেলা পরিষদ মোড়ে, বাকি দুজনের বাড়ী জেলার পাটগ্রাম উপজেলায়।
এরপরে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় শহরের মিশন মোড় মালিক সমিতি এলাকায় অার একটি অটোরিকসায় ধাক্কা দিলে অটোরিকসায় থাকা ৪ অারোহি গুরতর অাহত হয় পরে তাদের দ্রুত সদর হাসপাতালে প্রেরন করা হয়,ঘাতক ট্রাকটিকে পুলিশ অাটক করেছে
Leave a Reply