কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়া করতে গিয়ে গোপন অভিসারের রসময় প্রেমিকার মুখের কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাবিবুর রহমান (৩৫) নামে এক প্রেমিক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার আল্লার দর্গা’র দাইড় পাড়া গ্রামে। এ ঘটনায় হাবিবুর রহমানের প্রেমিকা মাসুরাকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আল্লার দর্গা’র মৃত সাইদ মাষ্টারের ছেলে হাবিবুরের সাথে একই এলাকার ইয়ার আলির মেয়ে ও মিরপুর গ্রামের আনারুলের স্ত্রী স্বামী পরিত্যক্তা মাছুরা খাতুন (৩২) এর সাথে বেশ কিছুদিন আগে থেকে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে মাছুরা গাড়া দাইড় পাড়া তার বোনের বাড়িতে প্রেমিক হাবিবুর কে ডেকে নেয়।পরে মাছুরা ও হাবিবুর ফাকা বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রেমিকা মাছুরা প্রেমিক হাবিবুরের পুরুষাঙ্গ কামড়ে কেটে নেয়! এ সময় হাবিবুরের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এলাকার একটিসূত্র জানিয়েছে, মাছুরার সাথে হাবিবুর পরকীয়ায় জরিয়ে পরে বেশ কিছুদিন মেলা মেশার পর এদানিং মাছুরাকে আর পাত্তা দিচ্ছিল না এবং মাছুরা বিয়ের কথা বললেহাবিবুর নানা তালবাহানা করছিল। প্রতিশোধ নিতেই এরই মাঝে কৌশলে হাবিবুরকে ডেকে নিয়ে মাছুরা তার প্রেমিক হাবিবুরের পুরুষাঙ্গ কামড়ে কেটে ফেলেন। এঘটনায় কুষ্টিয়া মডেল থানার এ এস আই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।এদিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খাঁন জানান, বিষয়টি অামি শুনে ভিকটিম মহিলা মাসুরাকে থানা হেফাজতে রাখা হয়েছে, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply