নেত্রকোণার কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার সংলগ্ন রবিদাশপাড়ায় প্রকাশ্যে এখনো চোলাই মদ বিক্রি করে যাচ্ছেন কয়েকটি পরিবার। এলাকাবাসী জানান, মাদকবিরোধী অভিযানের মধ্যেও থেমে নেই নওপাড়ার রবিদাশপাড়ায় চোলাই মদ বিক্রি। মাতালদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে নওপাড়া বাজার কমিটির সভাপতি আবুল কাশেম ভূইয়া জানান, নওপাড়া বাজার সংলগ্ন রবিদাশ সম্প্রদায়ের যে পরিবারগুলো রয়েছে। তারা যুগযুগ ধরে চোলাই মদ বিক্রি করে আসছে। তাদের এ হীন কর্ম কোনভাবেই থামানো যাচ্ছেনা। তিনি আরো বলেন, এই নওপাড়া এলাকার চোলাই মদ খেয়ে বিগতদিনে নওপাড়া ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের ৫-৬ জন লোক মারা গেছে। তার পরেও প্রশাসন এদের ব্যবসাকে ধ্বংস করতে পারছে না। প্রশাসন মাঝে মধ্যে দু-একটা লোক দেখানো অভিযান পরিচালনা করলেও আবারও তারা কিছুদিন পর পুনরায় ব্যবসা চালু করে। তিনি আরো জানান, রবিদাশপাড়ার কয়েকটি পরিবারের তৈরী মদ প্রতিদিনই কেন্দুয়া, নেত্রকোণা, মদন, তাড়াইল, নান্দাইল থানাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
এ নিয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, এই চোলাই মদ তৈরির বিষয়টি উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির মিটিংএ বার বার তুলে ধরে প্রশাসনের নজরে আনলেও কেন প্রশাসন এটি ধ্বংসের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না আমি সঠিক বলতে পারছিনা।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান বিষয়টি আমাদের অবগত আছে। এরই মধ্যে কয়েকটি অভিযান ও মামলাও হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
Leave a Reply