নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, লক্ষিপুর জেলার আলেক জান্ডার গ্রামের আশ্রাব হাওলাদারের মেয়ে আসমা (৫) ও একই জেলার চরফলকম গ্রামের রিয়াজ হাওলাদারের পুত্র হৃদয় (৪)।
নিহত শিশুদের নানা সলেমান হাওলাদার জানান, সকাল থেকেই আসমা ও হৃদয় বাড়ির আঙিনায় খেলাদুলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাদের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে তাদের লাশ উদ্ধার করে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply