-
গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে একটি উড়োজাহাজের ভেতর থেকে এই সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।
জব্দ করা সোনার বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ উড়োজাহাজের ভেতর থেকেই সোনার বারগুলো জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এ প্রতিবেদককে খুদে বার্তা পাঠিয়ে জানান, এ বিষয়ে আজ বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
Leave a Reply